ভৌত বিজ্ঞান

সরল পেরিস্কোপ কাকে বলে

Contents

সরল পেরিস্কোপ কাকে বলে 

সামনে কোনো বাধা থাকার জন্য কোনো বস্তুকে সরাসরি দেখা সম্ভব না হলে যে যন্ত্রের সাহায্যে ওই বাধা অতিক্রম করে দেখা যায় , তাকে সরল পেরিস্কোপ বলে । 

নীতি : সমান্তরালভাবে রাখা দুটি দর্পণে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে এই যন্ত্র তৈরি করা হয় ।

সরল পেরিস্কোপ কাকে বলে

পেরিস্কোপ এর গঠন 

সরল পেরিস্কোপ একটি ধাতু বা কাঠের তৈরি লম্বা নল । নলটির দুই খোলা মুখের প্রান্তে দুটি সমতল দর্পণ M1 এবং M2 পরস্পর সমান্তরালভাবে নলের অক্ষের সঙ্গে 45° কোণ করে বসানো থাকে । নলের দুই প্রান্তের খোলা মুখ দুটি পরস্পরের বিপরীত দিকে থাকে । দর্পণ দুটির প্রতিফলক তল পরস্পরের মুখোমুখি থাকে ।

পেরিস্কোপ কিভাবে কাজ করে

দূরের কোনো বস্তু থেকে আগত রশ্মি M1 দর্পণ থেকে প্রতিফলিত হয়ে M2 দর্পণে পড়ে এবং M2 দর্পণ থেকে প্রতিফলিত হয়ে দর্শকের চোখে পৌঁছোয় । ফলে সামনে বাধা থাকলেও দূরের বস্তুকে স্পষ্ট দেখা যায় । দুটি আয়নায় দুবার প্রতিফলনের জন্য প্রতিবিম্বের দুবার পার্শ্বীয় পরিবর্তন হয় । তাই , দর্শক যে প্রতিবিম্ব দেখে তার কোনো পার্শ্বীয় পরিবর্তন থাকে না । 

পেরিস্কোপ এর ব্যবহার

i. ফুটবল খেলার মাঠে প্রচণ্ড ভিড়ে পিছনের দর্শকেরা পেরিস্কোপের সাহায্যে খেলা দেখে । 

ii. যুদ্ধক্ষেত্রে পরিখা থেকে শত্রুপক্ষের সৈন্যদের অবস্থান এবং গতিবিধি এই যন্ত্রের সাহায্যে লক্ষ করা হয় । 

iii. ডুবোজাহাজ বা সাবমেরিন থেকে সমুদ্রের জলের ওপর সব বস্তুকে দেখার জন্য উন্নত ধরনের পেরিস্কোপ ব্যবহার করা হয় ।

error: Content is protected !!