ভৌত বিজ্ঞান

অ্যাম্বুলেন্স সামনে উল্টো লেখা থাকে কেন

অ্যাম্বুলেন্স সামনে উল্টো লেখা থাকে কেন 

অ্যাম্বুলেন্সে অসুস্থ বা মুমূর্ষু রোগীকে নিয়ে যখন ড্রাইভার হাসপাতালের দিকে যায় , তখন রাস্তার অন্যান্য গাড়ি তাকে রাস্তা ছেড়ে দেয় । সামনের গাড়ির ড্রাইভার তার পাশের দর্পণে পিছনের গাড়ির প্রতিবিম্ব দেখে গাড়ি চালায় । পিছনে অ্যাম্বুলেন্স থাকলে তার সামনের অ্যাম্বুলেন্স এর উল্টো লেখাটি সামনের গাড়ির দর্পণে পার্শ্বীয় পরিবর্তন হয়ে ‘ AMBULANCE ‘ হিসেবে প্রতিভাত হয় । ফলে সামনের গাড়ি অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দেয় ।

error: Content is protected !!