ইতিহাস

মামুদ গাওয়ান কে ছিলেন

মামুদ গাওয়ান কে ছিলেন

বাহমনী সাম্রাজ্যের শাসক হুমায়ুন শাহ ( ১৪৫৭-৬১ খ্রীঃ ) ছিলেন অকর্মণ্য ও অত্যাচারী । এজন্য জনগণ তাকে ‘ জালিম ’ ( oppressor ) নামে অভিহিত করেন । হুমায়ুনের মৃত্যুর পর তাঁর নাবালক পুত্র নিজাম শাহ সিংহাসনে বসেন ( ১৪৬১-৬৩ খ্রীঃ ) । তাঁর নাবালকত্বের সুযোগে উড়িষ্যা ও তেলেঙ্গনার রাজারা বাহমনী রাজ্য আক্রমণ করেন । তিনি অকালে মারা গেলে সিংহাসনে বসেন তাঁর ভ্রাতা তৃতীয় মহম্মদ শাহ । তিনিও ছিলেন বিলাস প্রিয় , নৈতিক চরিত্রহীন ও অযোগ্য শাসক , কিন্তু সৌভাগ্যক্রমে সেই সময়ে মামুদ গাওয়ান নামক একজন দক্ষ ও দেশপ্রেমিক মন্ত্রীর উত্থান ঘটে ।  

গাওয়ান কোঙ্কনের হিন্দু রাজার বিদ্রোহ দমন করেন এবং বিজয়নগরের রাজাকে পরাজিত করে গোয়া , রাজমন্ত্রী ও কোন্দাবির নামক দুর্গ দখল করেন । তিনি উড়িষ্যার বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রচুর ধনরত্ন লাভ করেন । গাওয়ানের কর্মদক্ষতা ও ক্ষমতা লাভে ঈর্ষান্বিত হয়ে একদল আমীর তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন । আমীরদের প্ররোচনায় উত্তেজিত হয়ে মহম্মদ শাহ গাওয়ানের প্রাণদণ্ডের আদেশ দেন । গাওয়ানের মৃত্যুর ফলে বাহমনী রাজ্যে দারুণ বিশৃঙ্খলা দেখা দেয় ।

error: Content is protected !!