ইতিহাস

পানিপথের প্রথম যুদ্ধ

পানিপথের প্রথম যুদ্ধ 

১৫২৬ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় । 

পানিপথের প্রথম যুদ্ধের পটভূমি 

উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা , লোদি সর্দারদের অন্তর্বিরোধ এবং ভারতের ঐশ্বর্য ও ধনসম্পদের প্রলোভন বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করে । ১৫১৯-২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত চারটি প্রাথমিক অভিযান চালিয়ে বাবর ভারতের সীমান্ত অঞ্চলে প্রবেশের পথ পরিষ্কার করেন । দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ -র বিরোধ দেখা দিলে দৌলত খাঁ ইব্রাহিমকে জব্দ করার জন্য বাবরকে ভারত আক্রমণের প্ররোচনা দেন । বাবর কালবিলম্ব না করে বিশাল বাহিনীসহ ভারত আক্রমণ করেন । বাবর তাঁর আত্মজীবনী ‘ তুজুক ই বাবরী ’তে বলেছেন যে , ১৫২৫ খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্থান বিজয়ের জন্য যাত্রা করেন । দৌলত খাঁ লোদি বাবরকে প্রতিহত করা অসম্ভব দেখে তাঁর বশ্যতা স্বীকার করেন ।

বাবর পাঞ্জাব জয় করে দিল্লির দিকে অগ্রসর হলে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি বাবরকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হন । ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে উভয় পক্ষের যুদ্ধ হয় । এটি পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত । 

পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব

এখানে বাবরের সৈন্য ছিল মাত্র ১২ হাজার । অন্যদিকে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লক্ষ । তবুও উন্নত রণকৌশল , আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বাবরের কুশলী নেতৃত্বের ফলে ইব্রাহিম লোদি পরাজিত হন । ইব্রাহিমকে হত্যা করে বাবর দিল্লির সিংহাসন দখল করেন । 

পানিপথের প্রথম যুদ্ধ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ । পানিপথের জয়ের ফলে দিল্লি ও আগ্রার দরজা বাবরের কাছে খুলে যায় । ভারতে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপ স্থাপিত হয় । বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় । পানিপথের জয় বাবরের আত্মবিশ্বাস বৃদ্ধি করে । বাবরের আর্থিক সঙ্কট দূর হয় । ভারত ইতিহাসে এক নতুন অধ্যায় — মোগল যুগের সূচনা হয় ।

error: Content is protected !!