ইতিহাস

পানিপথের দ্বিতীয় যুদ্ধ

পানিপথের দ্বিতীয় যুদ্ধ 

পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ১৫৫৬ খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও আদিল শাহের মন্ত্রী হিমুর মধ্যে । যুদ্ধে আকবর জয়লাভ করেন ও দিল্লি পুনরুদ্ধার করেন । 

পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ

হুমায়ুনের মৃত্যুর সময় আকবর পাঞ্জাবে ছিলেন । হুমায়ুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে হিমু দিল্লি ও আগ্রা দখল করেন । হিমু বিক্রমাদিত্য উপাধি নিয়ে নিজেকে দিল্লির সম্রাট বলে ঘোষণা করেন । 

বৈরাম খাঁ ও আকবর দিল্লি পুনরুদ্ধারের জন্য সসৈন্যে দিল্লির দিকে অগ্রসর হন । পানিপথের প্রান্তরে মোগল ও আফগানদের সংঘর্ষ হয় ( ১৫৫৬ খ্রি. ) । ইতিমধ্যে আকবরের সেনাপতি আলিকুলি খান অতর্কিত আক্রমণের দ্বারা হিমুর অরক্ষিত কামানগুলিকে অধিকার করে নিলে হিমুর বাহিনী দুর্বল হয়ে পড়ে । এরপর হিমুর একটি চোখ মোগল সেনার ছোড়া তিরে বিদ্ধ হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন । ফলে নেতার অভাবে আফগান বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় । এই যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে খ্যাত । 

পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বা ফলাফল 

এই যুদ্ধে হিমু পরাজিত ও বন্দি হন । অন্যান্য আফগান নেতারাও আকবরের বশ্যতা স্বীকার করতে বাধ্য হন । প্রথম পানিপথের যুদ্ধের দ্বারা যে মোগল-আফগান সংঘাতের সূচনা হয় এবং আফগান শক্তির বিরুদ্ধে মোগলের প্রথম জয় সূচিত হয় , দ্বিতীয় পানিপথের যুদ্ধে সেই সংঘাতের পরিসমাপ্তি ঘটে । 

মোগলের হৃত গৌরব দ্বিতীয় পানিপথের যুদ্ধে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় শক্তি মোগলের দখলে চলে আসে । মোগল শক্তি স্থায়ীভাবে রাজধানী দিল্লি দখল করে তার বৈধতা প্রতিষ্ঠা করে । প্রকৃতপক্ষে দ্বিতীয় পানিপথের যুদ্ধকে আকবরের তথা মোগলদের শেষ আত্মরক্ষার যুদ্ধ বলা যেতে পারে । এরপর তিনি যে যুদ্ধ করেছিলেন , তা ছিল সাম্রাজ্য সম্প্রসারণের যুদ্ধ । পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে আকবর মোগল সাম্রাজ্যের ভিতকে সুদৃঢ় করেন ।

error: Content is protected !!