মহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরের কারণ
মহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরের কারণ
মহম্মদ বিন তুঘলকের একটি বিতর্কিত কাজ হল রাজধানী পরিবর্তন । তিনি সিংহাসনে বসার অব্যবহিত পরে দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন । এক্ষেত্রে সুলতানের উদ্দেশ্য সম্পর্কে পণ্ডিতদের মতভেদ আছে ।
( i ) অনেকের মতে , উত্তর-পশ্চিম সীমান্তের নিকটে ছিল দিল্লি । তাই মোঙ্গল আক্রমণকারীদের দ্বারা খুব সহজে দিল্লি অধিকৃত হওয়ার সম্ভাবনা ছিল । কিন্তু সাম্রাজ্যের মধ্যস্থলে অবস্থিত দেবগিরি ছিল অনেক নিরাপদ । তা ছাড়া দেবগিরি থেকে সমগ্র সাম্রাজ্যের ওপর দৃষ্টি রাখা সহজ হত ।
( ii ) অনেকের মতে , তখনও দক্ষিণ ভারতে মুসলমানদের যথেষ্ট বসতি ছিল না । ফলে ওই অঞ্চলে সুলতানি সাম্রাজ্যের ভিত শক্ত হতে পারেনি । মহম্মদ বিন তুঘলক দেবগিরিতে রাজধানী সরিয়ে এনে দক্ষিণ ভারতে মুসলিম বসতি বৃদ্ধির পরিকল্পনা নেন । সুলতানের আদেশে দিল্লির সমগ্র অধিবাসীসহ রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত হয় এবং নতুন রাজধানীর নামকরণ হয় দৌলতাবাদ । সুদীর্ঘ পথ পরিক্রমায় জনগণের শারীরিক ক্লেশ ও দুর্দশার সীমা ছিল না ।
দেবগিরিতে কিছু দিন থাকার পর তিনি পুনরায় দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন এবং জনসাধারণকেও দিল্লি প্রত্যাবর্তনে বাধ্য করেন । এর ফলে বহুলোক পথ কষ্ট সহ্য করতে না পেরে পথেই মারা যায় । অন্যদিকে এই পরিকল্পনা রূপায়িত করতে গিয়ে প্রচুর অর্থের অপব্যয় হয় । রাজকোশ প্রায় শূন্য হয়ে যায় । দৌলতাবাদ জনশূন্য ও পরিত্যক্ত হয় । লেনপুলের ভাষায় , “ Daulatabad remained a monument of misdirected energy . ” বিভিন্ন কারণে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর যুক্তিযুক্ত হলেও নাগরিকদের স্থানান্তরে বাধ্য করা অদূরদর্শিতার পরিচায়ক ।