ভক্তিবাদের মূল আদর্শ
ভক্তিবাদের মূল আদর্শ
ভক্তিবাদের আদর্শগুলি হলㅡ
( i ) দ্বাদশ শতকের মধ্যভাগে হিন্দু ধর্মের রক্ষণশীলতা ও কুসংস্কারের বিরুদ্ধে কিছু মানবতাবাদী যে নতুন ধর্মীয় আন্দোলন শুরু করেন তা ‘ ভক্তিবাদী আন্দোলন ’ নামে পরিচিত ।
( ii ) ভক্তিবাদের মূল আদর্শ হল বিশুদ্ধ ভক্তি নিবেদনের মধ্য দিয়ে ঈশ্বরের করুণা লাভ করা । ভক্তিবাদের বাহ্যিক আচার অনুষ্ঠানকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয় না ।
( iii ) ভক্তিবাদী সাধকদের মতে তীর্থে , মন্দিরে , মসজিদে , কাবা বা কৈলাশে ঈশ্বরকে খোঁজার চেষ্টা বৃথা । ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নন । মানুষের হৃদয়েই ঈশ্বরের অধিষ্ঠান ।
( iv ) ঐকান্তিক ভক্তির মধ্য দিয়েই ভক্ত ঈশ্বরের করুণা পেতে পারে ।
( v ) অন্ধবিশ্বাস , অর্থহীন উপাচার ও জটিল ধর্মীয় রীতিনীতির পরিবর্তে ভক্তিবাদে যুক্তি সঙ্গত আচার আচরণের ওপর জোর দেওয়া হয় ।
( vi ) ভক্তিবাদে সামাজিক ভেদাভেদ বা অস্পৃশ্যতাকে ঘৃণা করা হয় । এখানে সব মানুষকে সমান বলে মনে করা হয় ।
( vii ) ভক্তিবাদীদের মতে , সমাজের উঁচু-নীচু , ধনী-নির্ধন সকলেই ঈশ্বরের করুণা লাভের অধিকারী ।
( viii ) সামাজিক সাম্য , সৌভ্রাতৃত্ববোধ ও আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠান বর্জিত ধর্মাচারণ ভক্তিবাদের সামাজিক অবদান ।