ইতিহাস

সুফিবাদের প্রভাব

সুফিবাদের প্রভাব 

ভারতীয় সমাজ ও জনজীবনে সুফিবাদের গভীর প্রভাব ছিল । 

( i ) সুফিদের সহজ সরল জীবনযাত্রা , নীতিবোধ ও সাম্যচেতনা মানুষকে একত্রিত হতে উদ্বুদ্ধ করে । 

( ii ) সুফিবাদের সহনশীল ধর্মনীতি বহু হিন্দুকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করে । ইসলাম ধর্মের সহিষ্ণুতার সুফি তত্ত্ব সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের বিভেদ দূর করে সহাবস্থানের পটভূমি তৈরি করে দেয় । 

( iii ) সুফি মতবাদের সঙ্গে বেদান্ত মতের সাদৃশ্যের ফলে চিন্তাশীল হিন্দুরা অজ্ঞাতসারে সুফি দর্শনে আকৃষ্ট হন । বহু হিন্দু পণ্ডিত ইসলাম ধর্ম গ্রহণ না করলেও সুফি মতাদর্শে শ্রদ্ধা দেখান । সুফি মানবতাবাদই পরবর্তীকালে সম্রাট আকবরের আমলে সুলহ ই কুল নীতিতে পরিণত হয় । 

( iv ) সুফি একেশ্বরবাদ , অতীন্দ্রিয়বাদ , আচার অনুষ্ঠান বর্জন করে ঈশ্বরের প্রতি একান্তভাবে প্রেম ও ভক্তি নিবেদন প্রভৃতি ভক্তিবাদের প্রবক্তাদের প্রভাবিত করেছিল বলে কিছু পণ্ডিত মনে করেন । ঐতিহাসিক রিজভির  মতে , নাথপন্থী যোগীরা সুফিবাদে বিশেষভাবে প্রভাবিত হন । অন্যদিকে বহু সুফি সন্ত হিন্দু হঠযোগীদের যোগ সাধনা দ্বারা প্রভাবিত হন । 

( v ) সুফি সাধকরা ‘ ইসলামের ভারতীয়করণ ’ করেন । সুফিবাদের সংস্পর্শে এসে বহু মুসলিম শাসক ও অভিজাত ধর্মক্ষেত্রে সহনশীলতার নীতি গ্রহণ করেন । ফলে রাষ্ট্রীয় ঐক্য সুদৃঢ় হয় । 

( vii ) শিক্ষা ও সাহিত্যের বিকাশে সুফিবাদের বিশেষ অবদান ছিল । সুফিদের ‘ খানকা ’ গুলি বিদ্যাচর্চা ও জ্ঞান অর্জনের বিশেষ কেন্দ্র ছিল । 

( viii ) সুফি সাধকরা হিন্দি ভাষায় তাঁদের কথা প্রচার করতেন । কবিতা ও গান লিখতেন হিন্দিতে । ফলে তা সাধারণ মানুষের বোধগম্য হয় । কবীর , নানক প্রমুখ ভক্তিবাদের প্রবক্তা হিন্দী ভাষায় ভক্তিগীতি রচনা করেন । গ্রামাঞ্চলের কৃষি অর্থনীতির পরিবেশে ভক্তিগীতিগুলি ছিল নৈতিক , দার্শনিক ও ধর্মীয় শিক্ষার বাহন । এইভাবে সুফিবাদ হিন্দু-মুসলিম সমন্বয়ের পথ রচনা করে এবং হিন্দি ভাষার বিকাশ ঘটায় ।

error: Content is protected !!