ইতিহাস

আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার

আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার 

অর্থনৈতিক ক্ষেত্রে আলাউদ্দিনের সংস্কারের লক্ষ্য ছিল— 

( i ) মোগল আক্রমণ প্রতিরোধ এবং অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য তিনি যে বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলেন , তার ব্যয়ভার বহনের জন্য অর্থ সংগ্রহ করা এবং সৈন্যরা যাতে স্বল্প বেতনে জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করা । 

( ii ) সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে নেওয়া , যাতে তারা বিদ্রোহ করতে না পারে । এই উদ্দেশ্যে আলাউদ্দিন – ( i ) আলাউদ্দিন রাষ্ট্রীয় দান ( ইনাম ) , মিলক , ওয়াকফ্ ইত্যাদি বাবদ প্রদত্ত সমস্ত জমি বাজেয়াপ্ত করে রাজার খাস জমিতে পরিণত করেন । 

( ii ) তিনি খুৎ , মুকদ্দম , চৌধুরি প্রভৃতি মধ্যস্বত্বভোগীদের বিশেষ সুযোগ সুবিধা বাতিল করে দেন ।

 ( iii ) ইকতাদারদের নিয়ন্ত্রণ করার জন্য তিনি আয় ব্যয়ের হিসেবে কড়াকড়ি করেন । 

( iv ) তিনি পঞ্চাশ শতাংশ হারে ভূমি রাজস্ব এবং চারণকর ( চরাই ) , গৃহকর ( ঘরাই ) , বাণিজ্য শুল্ক ( করহি ) ইত্যাদি আদায়ের ব্যবস্থা করেন । 

( v ) তিনি বাজারের পণ্যের মূল্য নির্দিষ্ট করে দেন এবং নির্দিষ্ট হারের অধিক মূল্য নিলে ব্যবসায়ীদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন । পণ্য চলাচলের জন্য রাস্তাগুলিকে নিরাপদ করেন , প্রয়োজনবোধে ব্যবসায়ীদের মূলধন জোগানের ব্যবস্থা করেন , প্রত্যেক ব্যবসায়ীর নাম নথিভুক্ত করার ব্যবস্থা করেন , লোহার বাটখারার ব্যবহার বাধ্যতামূলক করেন , উৎপাদকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা নিষিদ্ধ করেন , শাহনা-ই-মান্ডিকে বাজার পরিদর্শক নিযুক্ত করেন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় প্রত্যেকটি পরিবারকে রেশন দেওয়ার ও পণ্য মজুত করার ব্যবস্থা করেন । 

অর্থনৈতিক সংস্কারের ত্রুটি বিচ্যুতি স্বত্ত্বেও ঐতিহাসিক লেনপুল আলাউদ্দিন খলজিকে ‘ দুঃসাহসী রাজনৈতিক অর্থনীতিবিদ ’ বলে অভিহিত করেছেন ।

error: Content is protected !!