ইতিহাস

সঙ্গম সাহিত্য কাকে বলে

সঙ্গম সাহিত্য কাকে বলে 

‘ সঙ্গম ’ বলতে বোঝায় তামিল কবিদের সমাবেশ বা সংগঠন । সাধারণভাবে রাজকীয় পৃষ্ঠপোষকতায় এই সমাবেশ বা সঙ্গমগুলি অনুষ্ঠিত হত । তবে মোট ক-টি সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল , তা সঠিকভাবে জানা যায় না । তবে অষ্টম শতকের একটি তামিল গ্রন্থ থেকে জানা যায় মোট তিনটি সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল এবং তার স্থায়িত্ব ছিল ৯,৯০০ বছর । তাতে পৃষ্ঠপোষকতা করেছিলেন ১৯৭ জন পাণ্ড্য রাজা । 

পণ্ডিত রামশরণ শর্মার মতে , এই বিবরণ সম্পূর্ণ অতিরঞ্জিত । নিশ্চিতভাবে এটুকুই বলা যায় যে , রাজাদের পৃষ্ঠপোষকতায় মাদুরাই এ সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল । মাদুরাই এর গুহায় ৭৫ টি শিলালিপি পাওয়া গেছে । এগুলির রচনাকাল আনুমানিক দ্বিতীয় ও প্রথম খ্রিস্টপূর্বাব্দ । এগুলি ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ । এই লিপি থেকে প্রমাণিত হয় যে খ্রিস্টের জন্মের আগেই তামিলরা লিখন পদ্ধতির সঙ্গে পরিচিত ছিলেন । 

প্রথম খ্রিস্টাব্দের পরবর্তীকালে বহু সঙ্গম সাহিত্য রচিত হয়েছিল । তবে সেগুলি সংকলিত হয়েছিল ৩০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ।

error: Content is protected !!