ভৌত বিজ্ঞান

সদ বিম্ব ও অসদ বিম্ব এর মধ্যে পার্থক্য

সদ বিম্ব ও অসদ বিম্ব এর মধ্যে পার্থক্য 

সদ বিম্ব ও অসদ বিম্ব এর মধ্যে পার্থক্যগুলি হলㅡ

সদবিম্ব :

1. কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হলে , সেই বিন্দুতে সদ প্রতিবিম্ব গঠিত হয় । 

2. সদবিম্বকে দেখা যায় এবং পর্দায় ফেলা যায় । 

3. সদবিম্ব বস্তুর সাপেক্ষে অবশীর্ষ বা উলটো হয় । 

4. ক্যামেরায় তোলা বস্তুর ছবি হল সরাসরি গঠিত বস্তুর সদবিম্ব ।

অসদ বিম্ব :

1. কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে , সেই বিন্দুতে অসদ প্রতিবিম্ব গঠিত হয় । 

2. অসদ বিম্বকে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না । 

3. অসদ বিম্ব বস্তুর সাপেক্ষে সমশীর্ষ বা সোজা হয় । 

4. ক্যামেরায় তোলা অসদ বিম্ব এর ছবি হল ওই অসদ বিম্ব এর সদবিম্ব ।

error: Content is protected !!