ভৌত বিজ্ঞান

নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য

নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য

নিয়মিত প্রতিফলনবিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য গুলি হল一

নিয়মিত প্রতিফলন :

1. নিয়মিত প্রতিফলনে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলক তলে আপতিত হলে রশ্মিগুচ্ছ নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত রশ্মিগুলিও পরস্পরের সমান্তরাল হয় । 

2. মসৃণ ও চকচকে প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন হয় ।

3. নিয়মিত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় । 

4. নিয়মিত প্রতিফলনে প্রতিফলককে ঘুরিয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছকে যে কোনো দিকে ফেলা যায় । 

5. নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি যেদিকে যায় সেদিক থেকে তাকালেই উৎসের প্রতিবিম্ব দেখা যায় । 

6. নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি যে নির্দিষ্ট দিকে যায় , কেবল সেদিক থেকে তাকালেই প্রতিফলক তলকে চকচকে দেখায় ।

বিক্ষিপ্ত প্রতিফলন :

1. বিক্ষিপ্ত প্রতিফলনে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলক তলে আপতিত হলে রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মি প্রতিফলনের নির্দিষ্ট নিয়ম মেনে চললেও একটি নির্দিষ্ট দিকে না গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে । 

2. অমসৃণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয় । 

3. বিক্ষিপ্ত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না । শুধুমাত্র প্রতিফলক তলটিকে দেখা যায় । 

4. বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলককে ঘুরিয়ে প্রতিফলিত রশ্মিগুচ্ছকে যে কোনো দিকে ফেলা যায় না । 

5. বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে বলে যে কোনো দিক থেকে প্রতিফলককে দেখতে পাওয়া যায় । 

6. বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি সব দিকে ছড়িয়ে পড়ে বলে সব দিক থেকেই প্রতিফলকটিকে দেখা যায় ।

error: Content is protected !!