মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ
মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ
ঊনবিংশ শতকে ভারতের সমাজে মধ্যবিত্ত শ্রেণীর উন্মেষ ঘটে নিম্নলিখিত বিভিন্ন কারণে ।
( i ) ১৮৪৪ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকুরিতে ইংরেজি জানা বাধ্যতামূলক করেন । এরফলে ভারতীয় সমাজে ইংরেজি শিক্ষার প্রতি প্রবল আগ্রহের সৃষ্টি হয় এবং একদল ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয় ।
( ii ) ব্রিটিশ সরকার সস্তায় প্রশাসনিক কাজ চালানোর জন্য একদল কেরানি তৈরি করে । এরা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হয় ।
( iii ) ইংরেজি শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় শহরে বসবাসের ফলে শহুরে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয় ।
( iv ) ইংরেজ আমলে ব্যাবসা বাণিজ্যের প্রসার সমাজে মধ্যবিত্ত শ্রেণীর উন্মেষে সহায়তা করে ।
( v ) চিরস্থায়ী বন্দোবস্ত সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটায় । সূর্যাস্ত আইনকে ফাঁকি দেওয়ার জন্য জমিদারি ভেঙে পত্তনি , দরপত্তনি প্রভৃতি নতুন পদের সৃষ্টি হয় । এটিও গ্রামীণ মধ্যবিত্ত শ্রেণির উন্মেষের কারণ ।