ইতিহাস

ভিল বিদ্রোহ টিকা

Contents

ভিল বিদ্রোহ টিকা  

ভিলরা পশ্চিম ভারতের অধিবাসী । অধিকাংশ ভিল খান্দেশ অঞ্চলে বসবাস করত । তারা ছিল সৎ , স্বাধীন , স্বনির্ভর জীবিকা ভিত্তিক জীবনে অভ্যস্ত । 

ভিল বিদ্রোহের কারণ 

১৮১৮ খ্রিস্টাব্দে ইংরেজরা খান্দেশ অধিকার করলে ভিলরা ক্ষুব্ধ হয় । ভিল উপজাতি সম্পর্কে বিবরণ লিখতে গিয়ে গ্রাহাম লিখেছেন , ভিলরাও নবপ্রতিষ্ঠিত ইংরেজ সরকার সম্পর্কে সন্দেহপ্রবণ ছিল এবং তারা সহজে সরকারি নিয়মকানুন ও কর্তৃত্ব মেনে নেয়নি । এ ছাড়া অর্থনৈতিক কারণও ভিলদের বিদ্রোহে ইন্ধন জুগিয়েছিল । 

ভিল বিদ্রোহের বিস্তার

১৮১৯ ও ১৮৩১ খ্রিস্টাব্দে ভিল অভ্যুত্থান ঘটে । তবে ১৮৪৫ খ্রিস্টাব্দে বহিরাগত শোষক শ্রেণির ( প্রধানত মাড়োয়ারি সাউকারদের ) বিরুদ্ধে রাজস্থানের ভিল চাষিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছিল । ভিল চাষিরা মাড়োয়ারি মহাজনদের শোষণ ও উৎপীড়নের ফলে ক্ষিপ্ত হয়ে উঠেছিল । বিদ্রোহী ভিলরা মাড়োয়ারি মহাজন দেখলেই তাদের নাক , কান কেটে তাড়িয়ে দিত । এই ভিল বিদ্রোহের নেতা ছিলেন চিল নায়েক, হিরিয়া, শিউরাম  । 

শেষ পর্যন্ত ১৮২৭ খ্রিস্টাব্দে কর্নেল আউটরাসের নেতৃত্বে ইংরেজ বাহিনী ভিল বিদ্রোহ দমন করে , যদিও ১৮৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল । 

ভিল বিদ্রোহের গুরুত্ব 

ভিল বিদ্রোহের ফল স্বরূপ শোষক মাড়োয়ারি শ্রেণি রাজস্থানের গ্রামাঞ্চল থেকে পালিয়ে যায় ।

error: Content is protected !!