একশালা বন্দোবস্ত কি
একশালা বন্দোবস্ত কি
রাজস্ব ব্যবস্থা সম্পর্কে তথ্যানুসন্ধানের জন্য হেস্টিংস আমিনি কমিশন নিয়োগ করেন । এর সুপারিশক্রমে এবং কোম্পানির কর্তৃপক্ষের নির্দেশে ১৭৭৭ খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্তের পরিবর্তে এক বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । এটি একশালা বন্দোবস্ত নামে পরিচিত । স্থির হয়—
( i ) এই বন্দোবস্তের ক্ষেত্রে পুরোনো জমিদারদেরই অগ্রাধিকার দেওয়া হবে ।
( ii ) কোনো জমিদার প্রতিশ্রুত রাজস্ব দিতে ব্যর্থ হলে তার জমিদারির একাংশ বিক্রি করে তা উশুল করার সিদ্ধান্ত হয় ।
( iii ) স্থির হয় , বিগত তিন বছরে সরকারি কোশাগারে যে পরিমাণ রাজস্ব জমা পড়েছে তার নিট গড় বার্ষিক রাজস্বের পরিমাণ হিসেবে জমিদারদের ওপর ধার্য করা হবে ।
( iv ) এই ব্যবস্থায় জনসাধারণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয় ।
( v ) জেলায় জেলায় আবার ইংরেজ কালেক্টর নিয়োগ করা হয় । তাদের সাহায্য করার জন্য নিযুক্ত হন দেশীয় কানুনগো ।
একশালা বন্দোবস্ত এর ফলাফল
একশালা বন্দোবস্তে জমিদারি ফিরে পেলেও জমিদাররা আগের মতো দক্ষতা দেখাতে পারেননি । তাঁরা অনেক সময় ঝোঁকের মাথায় এত বেশি দাম হেঁকে জমিদারি অধিকার করেন যে বছরের শেষে তাদের লাভের অঙ্ক শূন্যে পরিণত হয় ।
আবার , এদের মধ্যে অনেকেই নিশ্চিত ছিলেন না যে পরের বছর ওই জমিদারি তিনি নিজের অধিকারে রাখতে পারবেন কি না । ফলে জমির উন্নতির জন্য তারা কোনো ব্যবস্থাই প্রায় নিতেন না । ফলে অনেক ক্ষেত্রেই জমি প্রায় অনুর্বর হয়ে পড়ে এবং কৃষকদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায় । ফলে রাজস্ব আদায় ব্যাহত হয় । তবুও নতুন পরিকল্পনা গ্রহণের পূর্বস্তর হিসেবে এই ব্যবস্থা ১৭৭৭ থেকে ১৭৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল । ইতিমধ্যে ওয়ারেন হেস্টিংস এর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায় ।