ইতিহাস

পাঁচশালা বন্দোবস্ত কি

পাঁচশালা বন্দোবস্ত কি

১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস গভর্নর পদে যোগ দিয়ে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হন এবং ‘ দ্বৈতশাসন ’ এর অবসান ঘটান । তিনি একটি ভ্রাম্যমাণ কমিটি ( Committee of circuit ) গঠন করেন । ১৭৭২ খ্রিস্টাব্দের জুন মাসে ভ্রাম্যমাণ কমিটির প্রধান হিসেবে তিনি নদিয়া জেলা ভ্রমণ করেন এবং একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন যা ‘ পাঁচশালা বন্দোবস্ত ’ বা ‘ পঞ্চসনা ব্যবস্থা ‘ নামে পরিচিত । ভূমি রাজস্ব ব্যবস্থা তত্ত্বাবধানের জন্য হেস্টিংস বোর্ড অব রেভিনিউ বা রাজস্ব বোর্ড স্থাপন করেন । স্থির হয়— 

( 1 ) প্রকাশ্য নিলামের মাধ্যমে জমি বন্দোবস্ত দেওয়া হবে । যে ব্যক্তি নিলামে সব থেকে বেশি রাজস্ব দিতে রাজি হবে , তাকেই পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হবে । 

( ii ) জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে প্রাক্তন জমিদারদের প্রাধান্য দেওয়া হয় । অবশ্য তাদেরও নিলাম ডেকে জমি দখল করতে হত । 

( iii ) হেস্টিংসের পাঁচশালা ব্যবস্থায় রায়তদের ‘ পাট্টা ’ দেওয়ার কথা বলা হলেও ‘ পাট্টা ‘ ব্যবস্থা সুদক্ষ ও সুদৃঢ়ভাবে কার্যকর করা যায়নি । 

পাঁচশালা বন্দোবস্ত এর ফলাফল 

পাঁচশালা বন্দোবস্ত সফল হয়নি । এতে জমিদার ও সাধারণ ‘ রায়ত ’ ( কৃষক ) উভয়ের অবস্থাই শোচনীয় হয় । অনেক বনেদি জমিদার তাদের জমিদারি হারান । রায়তদের ওপর ইজারাদার প্রমুখ মধ্যস্বত্বভোগীদের সীমাহীন শোষণ ও অত্যাচার চলতে থাকে । পাঁচশালা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নের জন্য ১৭৭৬ খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠিত হয় । এই কমিশনের রিপোর্টে এবং কোম্পানির কর্তৃপক্ষের নির্দেশে পাঁচশালা ব্যবস্থা তুলে দিয়ে একশালা বন্দোবস্ত চালু হয় ।

error: Content is protected !!