ইতিহাস

বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন

বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন

১৮৪৩ খ্রিস্টাব্দে ‘ দি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ‘ ( The Bengal British India Society ) নামে আর একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় । উদারপন্থী ব্রিটিশ রাজনীতিবিদ জর্জ টমসন এই প্রতিষ্ঠানের সভাপতি হন । প্রধানত ইংরেজি শিক্ষাপ্রাপ্ত তরুণেরা এই সমিতির সদস্য ছিলেন । কিছু উদারপন্থী ইংরেজও এই সংগঠনে যোগ দিয়েছিলেন ।

error: Content is protected !!