জমিদার সভা

জমিদার সভা

উনিশ শতকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের প্রগতিশীল তথা শিক্ষিত ও সচ্ছল ব্যক্তিবর্গ বিদেশের অনুকরণে সভা বা সংগঠন স্থাপন করে দেশবাসীর স্বার্থরক্ষার কথা চিন্তা করেন । বহু বাস্তববাদী ইংরেজও এই ধরনের প্রবণতাকে উৎসাহিত করে । তাদের মতে , এই ব্যবস্থার দ্বারাই শাসক ও শাসিতের মধ্যে কার্যকরী যোগসূত্র স্থাপিত হওয়া সম্ভব । ১৮৩৮ খ্রিষ্টাব্দের ১২ই নভেম্বর দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে কলকাতায় ‘ জমিদার সভা ‘ বা ‘ ল্যান্ডহোল্ডার্স সোসাইটি ‘ ( Landholders Society ) প্রতিষ্ঠিত হয় । এই সভার যুগ্ম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুরডব্লিউ. সি. হ্যারি এবং সভার প্রাণপুরুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর । এই সভার কার্যনির্বাহক সমিতির সকল সদস্যই প্রতিষ্ঠিত জমিদার ছিলেন ।

জমিদার সভার ঘোষিত উদ্দেশ্যগুলির মধ্যে কোনো প্রকার জাতিভেদ বা আঞ্চলিকতাবাদের প্রশ্রয় ছিল না । প্রথমদিকে এই সভার রাজনৈতিক চিন্তাধারা  উদারনৈতিক হলেও পরবর্তীকালে জমিদার সভার প্রধান ঘোষিত উদ্দেশ্য ছিল জমিদার ও জমির মালিকদের স্বার্থরক্ষা করা । এই সভার অন্যতম নেতা রাজেন্দ্রলাল মিত্র ভূমি মালিকের সাধারণ স্বার্থের পাশাপাশি রায়তদের ও অধিকার রক্ষার কথা বলেন ।

জমিদার সভা বিভিন্ন কর্মসূচি

(i) সরকারের কাছে জমিদারদের স্বার্থরক্ষার জন্য দাবি জানায় ।

(ii) নিজেদের পক্ষে ব্রিটিশ আমলাতন্ত্রকে আনার চেষ্টা করে ।

(iii) চিরস্তায়ী বন্দোবস্তের প্রসার ভারতের সর্বত্র ঘটানোর দাবি জানায় ।

(iv) নিষ্কর জমি ভোগ দখলের অধিকার পুনঃপ্রবর্তন বন্ধ করার চেষ্টা চালায় ।

(v) পুলিশ বিভাগ, শাসন সংস্কার , বিচার বিভাগ ও রাজস্ব বিভাগের সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানাতে থাকে ।

জমিদার সভা তার আদর্শ ও লক্ষ্য প্রচারের জন্য শাখা গড়ে তোলে দেশের বিভিন্ন জায়গায় । ফলে সারা দেশ জুড়ে এক সংগঠিত আন্দোলন গড়ে ওঠে । এবং ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ।

এই সভা জমিদারদের স্বার্থরক্ষার লক্ষ্যে গড়ে উঠলেও পরবর্তীকালে রাজনৈতিক অধিকারের দাবি জানাতে থাকে । জমিদার সভাকেই ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের মর্যাদা দেওয়া হয়ে থাকে । টাউন হলে আয়োজিত জমিদার সভার এক সমাবেশে দ্বারকানাথ ঠাকুর বলেছিলেন, ‘এক সময় আসবে যখন হিন্দু কলেজের ছাত্ররা নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষা করার ও নিজেদের অভিযোগ নিরসন করার জন্য এক বলিষ্ঠ দেশপ্রেমিক সঙ্ঘ গড়ে তুলবে ।’ 

error: Content is protected !!