বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন
বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন
ভারতবর্ষে সংবাদপত্র প্রকাশের প্রথম কৃতিত্ব হল জেমস অগাস্টাস হিকি নামক ইংরেজের । তিনি ১৭৮০ খ্রিস্টাব্দে ‘ বেঙ্গল গেজেট ’ বা হিকির বেঙ্গল গেজেট নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন ।
স্বাধীনচেতা হিকি তাঁর সংবাদপত্রে গভর্নর জেনারেলসহ সকল স্তরের সরকারি কর্মচারীদের কঠোর ভাষায় সমালোচনা করতে থাকেন । এমনকি ব্যক্তিগত জীবন সম্পর্কেও তিনি বিভিন্ন গোপন সংবাদ প্রকাশ করেন । পরিণতিতে হিকির ছাপাখানা বাজেয়াপ্ত করে সংবাদপত্র প্রকাশ বন্ধ করে দেওয়া হয় । ১৭৮০ থেকে ১৭৯৩ খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায় আরও ছয়টি ইংরেজি সংবাদপত্র প্রকাশিত হয়েছিল । এগুলির মধ্যে অন্যতম ছিল ‘ ইন্ডিয়া গেজেট ‘ , ‘ ক্যালকাটা গেজেট ’ প্রভৃতি । তবে সরকারের সমালোচনা করার অপরাধে এদের প্রত্যেকেরই কণ্ঠরোধ করা হয়েছিল ।