কর্নওয়ালিস কোড কাকে বলে
কর্নওয়ালিস কোড কাকে বলে
গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব গ্রামীণ জমিদারদের হাতে ছিল , কর্নওয়ালিশ সেই ব্যবস্থা বাতিল করে দেন এবং একটি সুবিন্যস্ত পুলিশবাহিনীর উপর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেন । কলকাতায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কমিশনার পদের সৃষ্টি করেন । জেলাগুলিতে কয়েকটি থানা প্রতিষ্ঠা করা হয় । প্রতি থানায় কনস্টেবলসহ দারোগা নিযুক্ত হত । শহরগুলিতে কয়েকটি পুলিশ সুপারিনটেনডেন্ট পদের সৃষ্টি করে আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয় । এদের ব্যয়ভার সরকার বহন করতেন । তিনি কর্মচারীদের সততা ও নিয়মানুবর্তিতার উপর বিশেষ গুরুত্ব দিতেন । এজন্য তিনি অনেকগুলি আচরণ বিধি তৈরি করেন । এগুলি ‘ কর্নওয়ালিস কোড ‘ ( Cornwallis Code ) নামে পরিচিত হয় ।
প্রসঙ্গত উল্লেখ্য , উচ্চ কর্মচারী পদে কর্নওয়ালিশ ভারতীয়দের নিয়োগের প্রচণ্ড বিরোধী ছিলেন । তিনি মনে করতেন , ভারতীয়গণ অযোগ্য এবং দুর্নীতিগ্রস্তু , আসলে তিনি ছিলেন অন্ধ জাতীয়তাবাদী ।