ইতিহাস

চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল

চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল

ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী । তাঁর ভাষায় টিপু ছিলেন ইংরেজদের ‘প্রাচীন ও প্রধান শত্রু ‘ । স্বভাতই টিপুর এহেন বৈদেশিক যোগাযোগ এবং ক্ষমতা পুনরুদ্ধারের প্রচেষ্টা লর্ড ওয়েলেসলির মাথাব্যথার কারণ হচ্ছিল । তিনি সরাসরি টিপুকে ফরাসি মিত্রতা স্থাপনের কারণ ব্যাখ্যা করতে বলেন । তিনি ভুলে যান যে , স্বাধীন শাসক হিসেবে যে-কোনো রাজ্য বা রাষ্ট্রের সাথে মিত্রতা স্থাপনের অধিকার টিপুর আছে । 

যাই হোক , টিপুর উত্তর ওয়েলেসলিকে সন্তুষ্ট করতে পরেনি । তাই তিনি মারাঠা ও নিজামের সাথে জোটবদ্ধ হয়ে টিপুকে ধ্বংস করতে উদ্যোগী হন । জোটগঠন সম্পূর্ণ করার পর ওয়েলেসলি ইংরেজদের সাথে ‘ অধীনতামূলক মিত্ৰতা চুক্তি ‘ স্থাপনের জন্য টিপুকে নির্দেশ দেন । টিপু যথারীতি এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন । সঙ্গে সঙ্গে ইংরেজ , মারাঠা ও নিজাম -এর মিলিত বাহিনী মহীশূর আক্রমণ করে । এইভাবে শুরু হয় ‘ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ‘ ( ১৭৯১ খ্রিঃ ) । বীরবিক্রমে যুদ্ধ করেও টিপু ব্যর্থ হন । যুদ্ধক্ষেত্রেই প্রাণ দেন এই বীর সৈনিক । তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয় মহীশূর যুদ্ধের । 

চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের ফলাফল  

যুদ্ধের শেষে মহীশূর রাজ্যকে তিন অংশে ভাগ করা হয় । প্রধান অংশ লাভ করে ইংরেজ কোম্পানি । সামান্য অংশ পায় নিজাম , বাকি এক ক্ষুদ্রাংশের উপর মহীশূরের প্রাচীন হিন্দু রাজবংশের শাসন প্রবর্তন করা হয় । মহীশূরের নতুন রাজা ইংরেজের সাথে ‘ অধীনতামূলক মিত্রতা চুক্তি ‘ স্বাক্ষর করেন । এইভাবে বিলোপ ঘটে স্বাধীন মহীশূর রাজ্যের । অবসান হয় ভারত ইতিহাসের একটি অধ্যায়ের । অপসারিত হয় ভারতে ইংরেজ প্রভুত্ব স্থাপনের এক পাহাড় প্রমাণ বাধার । সেই সঙ্গে ফরাসিরাও হারায় এদেশে এদের শেষ মিত্রকে । ঐতিহাসিকের ভাষায় : “ As a military , financial and pacificatory settlement , the conquest of Mysore was the more brilliant success of the British power since the days of Clive .”

error: Content is protected !!