ইতিহাস

পুরন্দরের সন্ধি

পুরন্দরের সন্ধি

জয় সিংহ ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও সাহসী সেনাপতি ৷ তিনি বুঝতে পারেন , শিবাজী সাধারণ যোদ্ধা নন । তাই তিনি কূটকৌশলে শিবাজীকে দুর্বল করতে চেষ্টা করেন । প্রথমে তিনি বিজাপুর রাজ্যকে শিবাজীর পক্ষ থেকে বিচ্ছিন্ন করেন । জায়গিরের লোভ দেখিয়ে কোনো কোনো মারাঠা সর্দারকেও মুঘলদের পক্ষে টেনে আনেন । তারপর পুরন্দর দুর্গে কামান অভিযান চালিয়ে শিবাজীকে পরাস্ত করেন । এরফলে 11 জুন 1665 সালে মুঘল সেনাপতি জয় সিংহ -এর সাথে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজীপুরন্দরের সন্ধি ‘ স্বাক্ষর করতে বাধ্য হন ।  

পুরন্দরের সন্ধির শর্ত অনুযায়ী, শিবাজী নিজের 35টি দুর্গের মধ্যে 23 টি দুর্গ মুঘলদের ছেড়ে দিতে বাধ্য হলেন এবং আগ্রায় যেতে সম্মত হলেন । এরফলে জয় সিংহের চেষ্টায় তখন মারাঠা-মুঘল মিত্রতার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল । কিন্তু ঔরঙ্গজেবের মুর্খতায় তা ব্যর্থ হয়ে গিয়েছিল ।শিবাজী যখন আগ্রা দরবারে আসেন ঔরঙ্গজেব তাঁর প্রতি অসৌজন্যমূলক ব্যবহার করেন এবং শিবাজী ও তাঁর পুত্র শম্ভুজীকে কারারুদ্ধ করেন । কিন্তু শিবাজী কৌশলে পুত্র শম্ভুজীকে নিয়ে আগ্রা থেকে মহারাষ্ট্রে পালিয়ে যেতে সক্ষম হন ।

error: Content is protected !!