নিশীথ সূর্যের দেশ কাকে বলে
নিশীথ সূর্যের দেশ কাকে বলে
প্রধানত পৃথিবীর পরিক্রমণ গতি এবং মেরুরেখার হেলানো ( 66½° কোণে ) অবস্থানের জন্য 21 শে মার্চ থেকে 23 শে সেপ্টেম্বর পর্যন্ত এই 6 মাস সুমেরুতে ( 90° উঃ অক্ষাংশ ) এবং তার আশেপাশে একটানা দিন থাকে । এই সময় নরওয়ের উত্তর সীমান্তের হ্যামারফেস্ট বন্দর ( 70° উঃ অক্ষাংশ ) থেকে গভীর রাতেও দূরে উত্তর মেরুর আকাশে সূর্য দেখা যায় । একে বলে নিশীথ সূর্য । এজন্য নরওয়ের হ্যামারফেস্ট বন্দর এবং তার আশেপাশের জায়গা সমূহকে বলে নিশীথ সূর্যের দেশ ।