অধিবর্ষ কাকে বলে
অধিবর্ষ কাকে বলে
৩৬৫ দিনে এক বছর ধরলে প্রতি বছর ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা প্রায় ৬ ঘণ্টা সময় বেশি হয় , ফলে চারবছর অন্তর এক দিন বেশি হয় । এই অসুবিধা দূর করার জন্য চার বছর অন্তর বছরকে এক দিন বাড়িয়ে ৩৬৬ দিন ধরা হয় , একেই অধিবর্ষ বা Leap year বলে । তাই চারবছর অন্তর ক্যালেন্ডারে একদিন যোগ হয় ।
অধিবর্ষকালে ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন ধরা হয় । তবে চার বছর অন্তর এক দিন বাড়িয়েও সমস্যার সমাধান করা যায়নি , কারণ চার বছরে ৪৪ মিনিট ৫৬ সেকেন্ড ( ১১ মিঃ ১৪ সেঃ x ৪ ) অতিরিক্ত সময় ধরে নেওয়া হয় । এই সমস্যা সমাধানের জন্য শতাব্দীর যে বছরগুলি ৪০০ দিয়ে বিভাজ্য সেই বছরগুলিকে কেবল অধিবর্ষ ধরা হয় । যেমন ২০০০ সাল অধিবর্ষ ছিল , কিন্তু ১৮০০ ও ১৯০০ সাল অধিবর্ষ ছিল না । পরবর্তী ২১০০ সালও অধিবর্ষ হবে না ।