মকর সংক্রান্তি কাকে বলে
মকর সংক্রান্তি কাকে বলে

পৃথিবীর পরিক্রমণ গতির জন্য আকাশে সূর্যের একটি বার্ষিক আপাত গতি লক্ষ করা যায় — বছরে ৬ মাস অর্থাৎ ২১ শে জুন থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে সূর্যের একটি দক্ষিণমুখী গতি বা দক্ষিণায়ন এবং বাকি ৬ মাস অর্থাৎ ২২ শে ডিসেম্বরের পর থেকে ২১ শে জুন পর্যন্ত মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের একটি উত্তরমুখী গতি বা উত্তরায়ণ দেখা যায় ।
সুতরাং , বার্ষিক আপাত গতি অনুসারে মকরক্রান্তি রেখা বা সাড়ে তেইশ ডিগ্রী ( 23½° ) দক্ষিণ সমাক্ষরেখা সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা এবং ২২ শে ডিসেম্বর তারিখে সূর্যের এই দক্ষিণমুখী গমন বা দক্ষিণায়ন শেষ হয় । এজন্য প্রতি বছর ২২ শে ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় । এই দিন মধ্যাহ্ন সূর্যরশ্মি ঠিক লম্বভাবে মকরক্রান্তি রেখার ওপর পড়ে । ফলে ২২ শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড়ো দিন ও সবচেয়ে ছোটো রাত্রি এবং উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা হয় ।
মকর সংক্রান্তির বৈশিষ্ট্য
( ১ ) পৃথিবীর দক্ষিণ গোলার্ধ 22 শে ডিসেম্বর তারিখে সূর্যের সবচেয়ে কাছে আসে এবং সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে ।
( ২ ) 22 শে ডিসেম্বর তারিখে সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ।
( ৩ ) ছায়াবৃত্ত এই সময় উত্তর গোলার্ধের দিকে ক্রমশ সরে যায় ।
মকর সংক্রান্তির ফলাফল
( ১ ) মকর সংক্রান্তিতে অর্থাৎ 22 শে ডিসেম্বর তারিখে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয় । উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা সৃষ্টি হয় ।
( ২ ) এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে ।