জীবন বিজ্ঞান

নিউরনের শ্রেণীবিভাগ

Contents

নিউরনের শ্রেণীবিভাগ

নিউরনকে কার্যানুসারে তিনভাগে ভাগ করা হয় , যথা— ( i ) সেনসরি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন বা অন্তর্বাহী নিউরন । ( ii ) চেষ্টীয় নিউরন বা মোটর নিউরন বা বহির্বাহী নিউরন ( iii ) সংযোগকারী নিউরন বা অ্যাডজাস্টর নিউরন বা অন্তর্বর্তী নিউরন ।

সেনসরি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন বা অন্তর্বাহী নিউরন

গ্রাহক অংশ থেকে স্নায়ু উদ্দীপনা যে নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিবাহিত হয় , তাকে সেনসরি নিউরন বা অন্তর্বাহী নিউরন বলে । উদা : সংজ্ঞাবহ স্নায়ুতে উপস্থিত নিউরন । 

চেষ্টীয় নিউরন বা মোটর নিউরন বা বহির্বাহী নিউরন

যে স্নায়ুকোশ বা নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উদ্দীপনার জন্য সৃষ্ট প্রতিক্রিয়া বা নির্দেশকে ইফেক্টরে বা কারক অংশে পরিবাহিত করে , তাকে চেষ্ঠীয় নিউরন বা বহির্বাহী নিউরন বলে । উদা : চেষ্ঠীয় স্নায়ুতে এই প্রকার নিউরন থাকে । 

সংযোগকারী নিউরন বা অ্যাডজাস্টর নিউরন বা অন্তর্বর্তী নিউরন 

অন্তর্বাহী এবং বহির্বাহী নিউরনের মধ্যে সংযোগকারী নিউরনকে অ্যাডজাস্টর নিউরন বা অন্তর্বর্তী নিউরন বলে । উদা : এই প্রকার নিউরন সুষুম্নাকাণ্ডে অবস্থিত ।

error: Content is protected !!