জীবন বিজ্ঞান

নিউরোগ্লিয়া কাকে বলে

নিউরোগ্লিয়া কাকে বলে

নিউরন ছাড়াও স্নায়ুতন্ত্রে আরও এক ধরনের কোশ দেখা যায় , যারা স্নায়ু উদ্দীপনা গ্রহণ বা প্রেরণের কাজে অংশগ্রহণ করে না , এদের নিউরোগ্লিয়া বা গ্লিয়াকোশ বলে । 

নিউরোগ্লিয়ার কাজ

( i ) নিউরোগ্লিয়া বা গ্লিয়াকোশ দুটি নিউরনের সংযোগস্থল ব্যতীত প্রতিটি নিউরনকে এমনভাবে ঘিরে থাকে যাতে স্নায়ু উদ্দীপনা শুধুমাত্র সংযোগস্থল বা সাইন্যাপসের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে । 

( ii ) নিউরোগ্লিয়া আঘাত বা রোগে ক্ষতিগ্রস্ত নিউরনকে বিনষ্ট করতে এবং মায়েলিন শিথ গঠন করতে সাহায্য করে । 

( iii ) মাইক্রোগ্লিয়া কোশগুলি ফ্যাগোসাইটিক প্রকৃতির হওয়ায় আগ্রাসী কোশরূপে স্নায়ুকোশের সুরক্ষায় অংশগ্রহণ করে ।

error: Content is protected !!