জীবন বিজ্ঞান

প্রাণীর রেচনে ত্বকের ফুসফুস ও যকৃতের ভূমিকা

Contents

প্রাণীর রেচনে ত্বকের ফুসফুস ও যকৃতের ভূমিকা

প্রাণীর রেচনে ত্বকের ভূমিকা

ত্বকের অন্তস্ত্বকে রক্ত জালক সমন্বিত লম্বা , প্যাচানো নালীযুক্ত ঘর্মগ্রন্থি থাকে । ঘর্মগ্রন্থি রক্ত থেকে জল , সোডিয়াম ক্লোরাইড , অ্যামোনিয়া , জৈব অ্যাসিড নানা প্রকার খনিজ লবণ শোষণ করে গ্রন্থিনালী মাধ্যমে নিঃসৃত বস্তুকে ঘর্ম হিসেবে বহিঃত্বকে মুক্ত করে । ঘর্মের জল অংশ ক্ষরণ বস্তু কিন্তু অ্যামোনিয়া , ইউরিয়া রেচন বস্তু । 

প্রাণীর রেচনে ফুসফুসের ভূমিকা

কোশের বিপাক ক্রিয়ার ফলে উদ্ভূত CO2 রক্তের মাধ্যমে ফুসফুসে জমা হয় ও নিঃশ্বাস বায়ুর সঙ্গে দেহ থেকে নির্গত হয় ।

প্রাণীর রেচনে যকৃতের ভূমিকা

যকৃতে অ্যামোনিয়ার সঙ্গে CO2 মিলিত হয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে সিট্রুলিন থেকে আর্জিনিন তৈরি হয় । আর্জিনিন থেকে ইউরিয়া ও অর্নিথিন প্রস্তুত হয় । ইউরিয়া বৃক্ক কর্তৃক শোষিত হয় । এছাড়া যকৃতে হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন , বিলিভার্ডিন প্রভৃতি পিত্তরঙ্গক এবং লেসিথিন , কোলেস্টেরল প্রভৃতি স্নেহ পদার্থ তৈরি হয় । এগুলি মলের সঙ্গে বেরিয়ে যায় ।

error: Content is protected !!