জীবন বিজ্ঞান

উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ

Contents

উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ

উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল বিভিন্ন ধরনের উপক্ষার । কিছু কিছু উদ্ভিদের মূল , কাণ্ড , পাতা , ফুল , ফল , বীজে কঠিন ও তরল অবস্থায় সঞ্চিত নাইট্রোজেন যুক্ত কোহলে দ্রবণীয় ( কিছু উপক্ষার জলেও দ্রাব্য ) সাধারণত ওষধিগুণ যুক্ত এবং তিক্ত স্বাদ বিশিষ্ট রেচন পদার্থকে উপক্ষার বলে । নিম্নে বিভিন্ন উদ্ভিদদেহে প্রাপ্ত বিশেষ কয়েকটি উপক্ষারের নাম , উৎস এবং অর্থকরী গুরুত্ব উল্লেখ করা হল ।

কুইনাইন :

উৎস : সিঙ্কোনা গাছের বল্কলে বা ছালে । 

অর্থকরী গুরুত্ব : ম্যালেরিয়া রোগের ওষুধরূপে ব্যবহৃত হয় । 

ডাটুরিন :

উৎস : ধাতুরা গাছের পাতা এবং ফলে ।

অর্থকরী গুরুত্ব : হাঁপানি রোগের ওষুধরূপে ব্যবহৃত হয় ।

রেসারপিন :

উৎস : সর্পগন্ধা গাছের মূল । 

অর্থকরী গুরুত্ব : উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ প্রস্তুতিতে , এছাড়াও মৃগী , উন্মাদ রোগেও ওষুধ রূপে ব্যবহৃত হয় ।

ক্যাফিন :

উৎস : কফি গাছের বীজ ।   

অর্থকরী গুরুত্ব : মানসিক অবসাদ দূর করতে এবং ব্যথা উপশমকারী ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় । 

অ্যাট্রোপিন :

উৎস : বেলেডোনা গাছের মূল এবং পাতা ।

অর্থকরী গুরুত্ব : চোখের তারার প্রসারণে , রক্তচাপ বৃদ্ধি করতে , স্নায়ুজ ব্যথার উপশমে , হুপিং কাশির প্রশমনে ওষুধ রূপে ব্যবহৃত হয় । 

মরফিন :

উৎস : আফিং গাছের কাঁচা ফলের ত্বকে ।

অর্থকরী গুরুত্ব : অনিদ্রা রোগ , ব্যথা এবং কাশি উপশমের ওষুধরূপে ব্যবহৃত হয় । 

ভ্যাসিন :

উৎস : বাসক গাছের পাতা ।

অর্থকরী গুরুত্ব : সর্দি-কাশির ওষুধরূপে ব্যবহৃত হয় ।  

এফিড্রিন :

উৎস : এফিড্রা উদ্ভিদের মূল এবং কাণ্ডের ত্বকে ।

অর্থকরী গুরুত্ব : হাঁপানি , শ্বাসকষ্ট এবং রক্তচাপ কমানোর ওষুধ প্রস্তুতিতে । 

স্ট্রিকনিন :

উৎস : নাক্সভূমিকা বা কুচিলা গাছের বীজ । 

অর্থকরী গুরুত্ব : পেটের এবং স্নায়ুর রোগের ওষুধরূপে ব্যবহৃত হয় । 

থেইন :

উৎস : চা গাছের পাতা 

অর্থকরী গুরুত্ব : স্নায়ুকে উদ্দীপিত করতে এবং শারীরিক এবং মানসিক অবসাদ দূর করতে ব্যবহৃত হয় । 

error: Content is protected !!