বৃক্কের গঠন ও কাজ

Contents

বৃক্কের গঠন ও কাজ

Screenshot 2021 08 15 at 19 45 11 image axd webp WEBP Image 673 × 408
বৃক্কের গঠন

বৃক্কের গঠন

বৃক্কের গঠনকে দুইভাগে আলোচনা করা হল— ( I ) বৃক্কের বহির্গঠন ( II ) বৃক্কের অন্তর্গঠন । 

বৃক্কের বহির্গঠন :

( i ) মানুষের প্রতিটি বৃক্ক কালচে লালবর্ণের এবং শিম বীজের ন্যায় আকৃতি সম্পন্ন । 

( ii ) প্রতিটি বৃক্কের মেরুদণ্ডের সন্নিকটস্থ দিক অবতল এবং মেরুদণ্ডের দূরবর্তী পার্শ্ব উত্তল । 

( iii ) মেরুদণ্ডের দিকের অবতল অংশটি খাঁজ কাটা এবং এই অংশকে হাইলাস বা হিলাস বলে । 

( iv ) হাইলাস অঞ্চলে বৃক্কীয় ধমনি , বৃক্কীয় শিরা এবং গবিনী যুক্ত থাকে । 

( v ) প্রতিটি বৃক্ক যোগকলা দ্বারা গঠিত এবং আবরণী দ্বারা আবৃত থাকে , এই আবরণীকে ক্যাপসুল বলে ।

বৃক্কের অন্তর্গঠন :

( i ) প্রতিটি বৃক্কের লম্বচ্ছেদে দুটি অঞ্চল দেখা যায় । পরিধির দিকে গাঢ় লালবর্ণের দানাময় অঞ্চলকে কর্টেক্স এবং কেন্দ্রের দিকে হালকা লাল অঞ্চলকে মেডালা বলে । 

( ii ) মেডালা অঞ্চলে আট থেকে আঠারোটি পিরামিডাকার স্থান দেখা যায় এদের বৃক্কীয় পিরামিড বলে । পিরামিডের প্রশস্ত অংশটি বহিঃস্তরের দিকে এবং শাঙ্কবাকার অগ্রভাগ মেডালার কেন্দ্রের দিকে থাকে । 

( iii ) প্রতিটি পিরামিডে রক্তবাহ , বেলিনি নালী , সংগ্রাহক নালী , বৃক্কীয় নালী একসঙ্গে থাকে । 

( iv ) দুটি পিরামিডের মাঝখানে বারটিনির স্তম্ভ থাকে । 

( v ) প্রতিটি পিরামিডের উঁচু এবং ছিদ্রযুক্ত অগ্রভাগকে প্যাপিলা বলে । 

( vi ) প্রতিটি প্যাপিলা মাইনর ক্যালিক্স বা সুরকৃতি নামক নলের ভেতর প্রবেশ করে । 

( vii ) কয়েকটি মাইনর ক্যালিক্স প্রধান বৃতি বা মেজর ক্যালিক্স -এর সঙ্গে যুক্ত থাকে । 

( viii ) চার-পাঁচটি মেজর ক্যালিক্স মেডালা অংশের কেন্দ্রে পরস্পর যুক্ত হয়ে রেনাল সাইনাস বা পেলভিস নামক প্রকোষ্ঠ গঠন করে । 

( ix ) ইউরেটার বা গবিনী পেলভিস থেকে নির্গত হয় ।

বৃক্কের কাজ

বৃক্কের প্রধান কাজগুলি নিম্নরূপ 一

( i ) বিপাকজাত অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থগুলিকে মূত্র উৎপাদনের মাধ্যমে দেহ থেকে অপসারিত করে ।

( ii ) দেহের জলের সাম্যাবস্থা বজায় রাখে ।

( iii ) দেহরসের আয়নিক সাম্যাবস্থা বজায় রাখে । 

( iv ) রক্তের অম্লত্ব ও ক্ষারত্বের মাত্রা নির্দিষ্ট রাখে । 

( v ) এরিথ্রোপোয়েটিন নামক হরমোন এবং রেনিন উৎপন্ন করে ।

error: Content is protected !!