জীবন বিজ্ঞান

নেফ্রনের গঠন বর্ণনা করো

নেফ্রনের গঠন বর্ণনা করো

Nephron
নেফ্রনের গঠন

প্রতিটি নেফ্রন দুইটি অংশ নিয়ে গঠিত— ( I ) ম্যালপিজিয়ান করপাসল ( II ) বৃক্কীয় নালিকা

ম্যালপিজিয়ান করপাসল

( i ) বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত ফানেল আকৃতি বিশিষ্ট এই অংশটি বাওম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস এর সমন্বয়ে গঠিত । 

( ii ) ম্যালপিজিয়ান করপাসল এর ফানেল আকৃতির অংশটিকে বাওম্যানস ক্যাপসুল বলে । 

( iii ) অন্তর্মুখী বৃক্কীয় ধমনিকা বাওম্যান ক্যাপসুলের মধ্যে  প্রবেশ করে কুণ্ডলীকৃত জালক সৃষ্টি করে । এই কুণ্ডলীকৃত  জালককে গ্লোমিরিউলাস বলে । 

( iv ) গ্লোমেরিউলাসের থেকে পুনরায় বহির্মুখী ধমনিকা সৃষ্টি হয় এবং অন্তর্মুখী ধমনিকা প্রবেশের বিপরীত দিক দিয়ে বাওম্যান ক্যাপসুল থেকে নির্গত হয় ।

বৃক্কীয় নালিকা

( i ) একটি সূক্ষ্ম কুণ্ডলীকৃত নালিকা বাওম্যান ক্যাপসুলের তলদেশ থেকে উৎপন্ন হয়ে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত , এই কুণ্ডলীকৃত নালিকাকে বৃক্কীয় নালিকা বলে । 

( ii ) বৃক্কীয় নালিকার প্রথম কুণ্ডলীকৃত অংশকে নিকটবর্তী সংবর্ত নালিকা বলে । 

( iii ) নিকটবর্তী সংবর্ত নালিকার পরবর্তী ‘ u ’ আকৃতি বিশিষ্ট বৃক্কীয় নালিকার অংশকে হেনলির লুপ বলে । 

( iv ) নিম্নগামী এবং উর্ধ্বগামী বাহুর সমন্বয়ে হেনলির লুপ গঠিত । 

( v ) ঊর্ধ্বগামী বাহুর শেষপ্রান্ত পুনরায় কুণ্ডলীকৃত হয়ে দূরবর্তী সংবর্ত নালিকা গঠন করে । 

( vi ) দূরবর্তী সংবর্ত নালিকাগুলি অপেক্ষাকৃত যে মোটা নালির সঙ্গে যুক্ত থাকে তাকে সংগ্রাহী নালিকা বলে ।

( vii ) অনেকগুলি সংগ্রাহী নালিকা পরস্পর যুক্ত হয়ে বেলিনি নালী গঠন করে । 

( vii ) বেলিনি নালী বৃক্কীয় পিরামিডের মধ্য দিয়ে গিয়ে প্যাপিলার মাধ্যমে পেলভিসে উন্মুক্ত হয় ।

error: Content is protected !!