জীবন বিজ্ঞান

তরুক্ষীর ও উপক্ষার এর পার্থক্য

তরুক্ষীর ও উপক্ষার এর পার্থক্য

তরুক্ষীর ও উপক্ষার এর মধ্যে পার্থক্যগুলি হল一

তরুক্ষীর :

( i ) নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ । 

( ii ) সাধারণত দুধের মতো সাদা , ঈষৎ হলুদবর্ণের বা বর্ণহীনের মতো হয় । 

( iii ) কলয়েডধর্মী পদার্থ । 

( iv ) নির্দিষ্ট ক্ষীর কোশ বা ক্ষীরনালিতে সঞ্চিত হয় । 

( v ) বট , আকন্দ , কলা , তামাক , প্রভৃতি উদ্ভিদে থাকে ।

উপক্ষার :

( i ) নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ । 

( ii ) বর্ণহীন হয় । 

( iii ) কলয়েডধর্মী নয় । 

( iv ) নির্দিষ্ট কোনো কোশ বা নালিতে থাকে । মূল , কাণ্ড , পাতা , ছাল , বীজ প্রভৃতির কোশে সঞ্চিত হয় । 

( v ) সর্পগন্ধা , ধুতরা , সিঙ্কোনা , বাসক প্রভৃতি উদ্ভিদে থাকে ।

error: Content is protected !!