সিস্টোলিথ এবং র্যাফাইডের পার্থক্য
সিস্টোলিথ এবং র্যাফাইডের পার্থক্য
সিস্টোলিথ এবং র্যাফাইডের মধ্যে পার্থক্যগুলি হল―
সিস্টোলিথ :
( i ) ক্যালশিয়াম কার্বনেট দ্বারা গঠিত ।
( ii ) সিস্টোলিথ যুক্ত কোশকে লিথোসিস্ট বলে ।
( iii ) আকৃতি আঙুরের থোকার মতো হয় ।
র্যাফাইড :
( i ) ক্যালশিয়াম অক্সালেট দ্বারা গঠিত ।
( ii ) র্যাফাইড যুক্ত কোশকে ইডিওব্লাস্ট বলে ।
( iii ) আকৃতি ছুঁচের ন্যায় বা তারকার ন্যায় হয় ।