জীবন বিজ্ঞান

উদ্ভিদ এবং প্রাণী রেচনের পার্থক্য

উদ্ভিদ এবং প্রাণী রেচনের পার্থক্য

উদ্ভিদ এবং প্রাণীর রেচনের মধ্যে পার্থক্য গুলি হলㅡ

উদ্ভিদের রেচন :

( i ) সুনির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না । 

(ii ) রেচন প্রক্রিয়া সরল প্রকৃতির এবং বৈচিত্র্যহীন । 

( iii ) প্রোটিন জাতীয় খাদ্য বিপাক প্রক্রিয়ায় কম ব্যবহৃত হওয়ায় ক্ষতিকারক রেচন পদার্থ কম উৎপন্ন হয় । 

( iv ) বিপাক ক্রিয়ার হার কম হওয়ায় রেচন পদার্থের পরিমাণ কম । 

( v ) অনেক রেচন পদার্থ পুনরায় অন্য বিপাক ক্রিয়ায় ব্যবহৃত হয় । 

( vi ) দেহের নির্দিষ্ট কিছু কোশে রেচন পদার্থকে অদ্রবণীয় কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত রেখে দেহকে রেচন পদার্থের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে পারে ।

প্রাণীর রেচন :

( i ) সুনির্দিষ্ট রেচন অঙ্গ বর্তমান । 

( ii ) রেচন প্রক্রিয়া জটিল প্রকৃতির এবং বৈচিত্রযুক্ত । 

( iii ) যথেষ্ট পরিমাণে প্রোটিন বিপাক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বলে ক্ষতিকারক রেচন পদার্থ বেশি উৎপন্ন হয় । 

( iv ) বিপাক ক্রিয়ার হার বেশি হওয়ায় রেচন পদার্থের পরিমাণ বেশি । 

( v ) কোনো রেচন পদার্থই পুনরায় অন্য বিপাক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় না । 

( vi ) দেহের কোনো অংশই রেচন পদার্থকে সঞ্চিত করতে পারে না ।

error: Content is protected !!