উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ

Contents

উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ

উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলি হল গদ , রজন , তরুক্ষীর , ট্যানিন , বানতেল , জৈব অম্ল প্রভৃতি  । 

গদ :

উৎস : বাবলা , শিরীষ , আমড়া , সজিনা , জিওল প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে । 

অর্থকরী গুরুত্ব : বই বাঁধাই , কাগজ , ছাপার কালি , জলরং কর্পূর প্রস্তুতিতে ও প্রসাধন শিল্পে ব্যবহৃত হয় ।

রজন :

উৎস : পাইন গাছের পাতা , কাণ্ড এবং শাল গাছের কাণ্ডের ত্বকে ।

অর্থকরী গুরুত্ব : রং , বার্নিশ শিল্পে , কালি , ফিনাইল প্রস্তুতিতে , প্লাস্টিক শিল্পে , পূজা-পার্বণে ব্যবহৃত ধুনারূপে ব্যবহৃত হয় ।

তরুক্ষীর :

উৎস : কলা , বট , আকন্দ , পেঁপে , রবার ইত্যাদি গাছের ক্ষীরকলায় । 

অর্থকরী গুরুত্ব : বাণিজ্যিক রবার প্রস্তুতিতে , প্লাস্টিক শিল্পে , পেঁপে গাছের তরুক্ষীরে উপস্থিত প্যাপাইন ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় । 

ট্যানিন :

উৎস : হরীতকী , আমলকী প্রভৃতি উদ্ভিদের ফলে , চা গাছের পাতায় । 

অর্থকরী গুরুত্ব : কালি প্রস্তুতিতে , ওষুধ শিল্পে , কাঁচা চামড়াকে পাকা করতে , খয়ের মশলা রূপে ব্যবহৃত হয় । 

বানতেল :

উৎস : লেবু গাছের পাতা ও ফুলে , গোলাপ , জুঁই ইত্যাদির ফুলে , তেজপাতা , দারুচিনি উদ্ভিদের কাণ্ডে । 

অর্থকরী গুরুত্ব : প্রসাধন শিল্পে , ওষুধ শিল্পে , রান্নার সুগন্ধি মশলারূপে । 

জৈব অম্ল :

উৎস : আপেল , তেঁতুল , কলা , লেবু ।

অর্থকরী গুরুত্ব : ভেষজ ও রসায়ন শিল্পে , খাদ্যবস্তুর সংরক্ষণে ব্যবহৃত হয় ।

error: Content is protected !!