জীবন বিজ্ঞান

প্রাণীর রেচনের বৈশিষ্ট্য

প্রাণীর রেচনের বৈশিষ্ট্য 

প্রতিটি প্রাণীর নির্দিষ্ট রেচন অঙ্গ থাকায় এবং বিপাক ক্রিয়ার হার বেশি হওয়ার জন্য রেচন পদ্ধতি জটিল এবং বৈচিত্র্যময় । বিভিন্ন প্রাণীর বিভিন্ন রেচন অঙ্গ থাকা সত্ত্বেও সকল প্রাণীর রেচনের নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য বর্তমান । বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ 一

( i ) দেহ থেকে রেচন পদার্থ অপসারণের জন্য প্রত্যেকটি প্রাণীর সুনির্দিষ্ট রেচন অঙ্গ বর্তমান এবং উন্নত প্রাণীদেহ এর ক্ষেত্রে কতকগুলি অঙ্গের সমন্বয়ে গঠিত রেচনতন্ত্রের উপস্থিতিও লক্ষ করা হয় । 

( ii ) প্রাণীদেহে বিপাক ক্রিয়ার হার বেশি এবং বিপাক প্রক্রিয়া কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সঙ্গে প্রোটিন জাতীয় খাদ্যও যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হওয়ায় নাইট্রোজেনযুক্ত ক্ষতিকারক রেচন পদার্থ বেশি পরিমাণে উৎপন্ন হয় । 

( iii ) প্রাণীদেহের কোশীয় বিপাকের ফলে উৎপন্ন উপজাত পদার্থ পুনরায় অন্য বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না ।

( iv ) প্রাণীর রেচন পদার্থগুলি নির্দিষ্ট পরিমাণের ঊর্ধ্বে অত্যন্ত ক্ষতিকারক হওয়ায় রেচন প্রক্রিয়া ব্যাহত হলে প্রাণীর মৃত্যু ঘটে । 

( v ) প্রাণীরা নিজের দেহের কোনো অংশেই রেচন পদার্থ সঞ্চিত করে রেখে দেহকে এদের ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত রাখতে পারে না ।

error: Content is protected !!