জীবন বিজ্ঞান

উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য

উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য

উদ্ভিদ দেহে রেচন প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ বা তন্ত্র না থাকার জন্য উদ্ভিদের রেচন প্রক্রিয়া অত্যন্ত সরল এবং বৈচিত্র্যহীন । উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্যগুলি হল— 

( i ) প্রাণীদেহের অপেক্ষা উদ্ভিদদেহে কোশীয় বিপাকের হার কম বলে এবং বিপাকের ফলে উৎপন্ন অনেক পদার্থ উদ্ভিদ দেহের অন্যান্য বিপাকীয় ক্রিয়ার পুনরায় ব্যবহৃত হওয়ায় উদ্ভিদ দেহে রেচন পদার্থ কম উৎপন্ন হয় । 

( ii ) উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোশীয় বিপাকে বেশি ব্যবহৃত হয় এবং প্রোটিন জাতীয় খাদ্য সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের অনুপস্থিতিতেই কোশীয় বিপাকের জন্য ব্যবহৃত হয় , এছাড়াও নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে উৎপন্ন অ্যামোনিয়া বিভিন্ন যৌগ সংশ্লেষে পুনরায় ব্যবহৃত হওয়ায় উদ্ভিদ দেহে বেশি ক্ষতিকারক নাইট্রোজেন যুক্ত পদার্থ কম উৎপন্ন হয় । 

( iii ) উদ্ভিদদেহে নির্দিষ্ট কোনো  রেচন অঙ্গ বা তন্ত্র না থাকায় এরা প্রাণীর ন্যায় রেচন পদার্থ দেহ থেকে সহজে অপসারিত করতে পারে না । 

( iv ) উদ্ভিদ কোশীয় বিপাকের ফলে উৎপন্ন রেচন পদার্থের অধিকাংশই নির্দিষ্ট কোশে অদ্রবণীয় কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত রাখে ।

error: Content is protected !!