জীবন বিজ্ঞান

সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার এর পার্থক্য

সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার এর পার্থক্য 

সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার এর মধ্যে পার্থক্যগুলি হল一

সেন্ট্রিওল :

( i ) সেন্ট্রিওল হল প্রাণীকোশে সেন্ট্রোজোমের মধ্যে অবস্থিত দুটো পিপা আকৃতি বিশিষ্ট অংশ । 

( ii ) প্রতিটি সেন্ট্রিওল সাতটি  ত্রয়ী অণুনালিকা নিয়ে গঠিত । 

( iii ) প্রাণীকোশে কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে ।

সেন্ট্রোমিয়ার :

( i ) সেন্ট্রোমিয়ার হল ক্রোমোজোমে অবস্থিত ঘন চাকতির মতো অংশ । 

( ii ) চারটি ক্রোমোমিয়ার ও আন্তঃ ক্রোমোমিয়ার তন্তু দ্বারা গঠিত । 

( iii ) ক্রোমাটিড দ্বয়কে যুক্ত রাখে এবং কোশ বিভাজনের সময় ক্রোমোজোমকে বেম তন্তুর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে ।

error: Content is protected !!