জীবন বিজ্ঞান

ক্রোমোজোম এবং ক্রোমাটিড এর পার্থক্য

ক্রোমোজোম এবং ক্রোমাটিড এর পার্থক্য

ক্রোমোজোম এবং ক্রোমাটিড এর মধ্যে পার্থক্য গুলি হল ㅡ

ক্রোমামোজোম :

( i ) নিউক্লিয়াসের নিউক্লীয়জালক থেকে উৎপন্ন সূত্রাকার বা দণ্ডাকার অংশ ।

( ii ) একটি কোশে দুই এর বেশি ক্রোমোজোম থাকতে পারে । 

( iii ) ক্রোমোজোমের প্রধান অংশ হল — ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার ।

ক্রোমাটিড :

( i ) ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর লম্বালম্বিভাবে বিন্যস্ত দুটো সূত্রাকার অংশ । 

( ii ) একটি ক্রোমোজোমে দুই -এর বেশি ক্রোমাটিড থাকে না । 

( iii ) ক্রোমাটিডের প্রধান অংশ হল — ক্রোমোনিমাটা এবং ক্রোমোমিয়ার ।

error: Content is protected !!