অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে
Contents
অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে
যে কোশ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম এবং বেমতন্তু তৈরি না হয়ে কোশের মাঝবরাবর খাঁজ গঠনের মাধ্যমে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোশের সৃষ্টি করে এবং কখনোই নিউক্লিও পর্দার অবলুপ্তি ঘটে না , তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয় । উদাহরণ 一 অ্যামিবা , ঈস্ট ।
অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে :
ব্যাকটেরিয়া , নীলাভ-সবুজ শৈবাল , ঈস্ট , অ্যামিবা প্রভৃতি এককোশী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে ।
অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য
( i ) অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অতি অল্প সময়ে নিউক্লিয়াস বিভাজিত হতে পারে ফলে নিম্নশ্রেণির জীবগুলি দ্রুত বংশ বিস্তারে সক্ষম হয় ।
( ii ) নিম্নশ্রেণির প্রাণীর ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না । তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়াই কোশ বিভাজনের একমাত্র উপায় ।
অ্যামাইটোসিস কোষ বিভাজন কে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন
অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোনো প্রকার ধারাবাহিক দশা ব্যতিরেকেই কোশের নিউক্লিয়াস এবং সাইপ্লোজমের সরাসরি বিভাজন ঘটে বলে , একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় ।