জীবন বিজ্ঞান

অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য

অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য 

অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যগুলি হল 一

অ্যামাইটোসিস কোষ বিভাজন :

( i ) এই প্রকার কোশবিভাজনে নিউক্লিয়াস প্রত্যক্ষভাবে বিভাজিত হয় । 

( ii ) কোনো দশা বা উপদশা নিউক্লিয়াসের বিভাজনে দেখা যায় না । 

( iii ) নিউক্লীয় পর্দার অবলুপ্তি এবং বেম বা স্পিন্ডিল গঠন হয় না । 

( iv ) নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রায় একই সময়ে বিভাজিত হয় ।

মাইটোসিস কোষ বিভাজন :

( i ) এই প্রকার কোশবিভাজনে নিউক্লিয়াস পরোক্ষভাবে বিভাজিত হয় । 

( ii ) প্রোফেজ , মেটাফেজ , অ্যানাফেজ এবং টেলোফেজ এই চারটি দশায় নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হয় । 

( iii ) নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে এবং বেম বা স্পিন্ডল গঠিত হয় । 

( iv ) নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোপ্লাজমের বিভাজন হয় ।

error: Content is protected !!