উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর পার্থক্য
উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর পার্থক্য
উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর মধ্যে পার্থক্যগুলি হল一
উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস :
1. উদ্ভিদ কোশে সাইটোকাইনেসিস টেলোফেজ দশার পরে শুরু হয় ।
2. কোশপাত বা সেল প্লেট ( Cell plate ) গঠনের মাধ্যমে এই দশা শুরু হয় ।
3. গলগি বডি থেকে উৎপন্ন ছোটো ছোটো দানার মতো বস্তু কোশের নিরক্ষীয় অঞ্চলে জমা হয় , পরে ঐ দানা একত্রিত হয়ে কোশপাত ( Cell plate ) গঠন করে ।
4. কোশপাত মাঝ বরাবর লম্বালম্বি ফেটে গিয়ে সাইটোপ্লাজমকে সমান দুটি অংশে বিভক্ত করে এবং ফলস্বরূপ দুটি অপত্য কোশ সৃষ্টি হয় ।
প্রাণী কোষের সাইটোকাইনেসিস :
1. প্রাণীকোশে সাইটোকাইনেসিস টেলোফেজ দশার শেষ প্রান্তে শুরু হয় ।
2. ফারোয়িং বা ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় ।
3. কোশের মাঝ বরাবর অঞ্চলে দুপাশ থেকে কোশপর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ বা ফারো ( Furrow ) তৈরি করে ।
4. ভাঁজ বা ফারো বাইরের থেকে ক্রমশ ভিতরের দিকে যায় ও সব শেষে মিলিত হয়ে সাইটোপ্লাজমকে সমান দু-ভাগে ভাগ করে এবং ফলস্বরূপ দুটি অপত্য কোশ উৎপন্ন হয় । এইরূপ বিভাজন পদ্ধতিকে ফারোয়িং বা ক্লিভেজ ( Cleavage ) বলে ।