জীবন বিজ্ঞান

জিন কাকে বলে

Contents

জিন কাকে বলে

cell chromosome dna explanation image
জিন কাকে বলে

DNA -তে অবস্থিত যে নির্দিষ্ট সংখ্যক নাইট্রোজেনযুক্ত বেস একটি নির্দিষ্ট প্রোটিন বা এনজাইম এর সংকেত বহন করে এবং যে-কোনো জীবের যাবতীয় দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক তাকে জিন বলা হয় । জিনের মাধ্যমেই পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে পরিবাহিত হয় । 

জিন এর বৈশিষ্ট্য 

( i ) জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক , ধারক ও বাহক ।

( ii ) জিন ক্রোমোজোমের অবিচ্ছিন্ন অংশ এবং একটি জিন ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশেই অবস্থান করে । 

( iii ) জিন প্রধানত DNA দ্বারা গঠিত হলেও কিছু ভাইরাসে ( যেমন — পোলিও ভাইরাস ) RNA দ্বারা গঠিত হয় । 

( iv ) আকৃতি এবং গঠনগত সংযুক্তি অপরিবর্তিত রেখে জিন নিজের প্রতিরূপ গঠন করতে পারে । 

( v ) মাঝে মাঝে জিনের গঠনগত পরিবর্তনের ফলে তাদের আচরণগত পরিবর্তন ঘটে , অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় । জিনের এই গঠনগত পরিবর্তনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাবকে মিউটেশন বা পরিব্যক্তি বলা হয় ।

( vi ) একটি জিন দেহের অনেকগুলি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে , আবার , অনেকগুলি জিন দেহের একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে ।

সিসট্রন কী 

DNA অণুর যে অংশ একটি পলিপেপটাইড (প্রোটিন ) সংশ্লেষ করার জন্য প্রয়োজন তাকে সিসট্রন বলে । সিসট্রনই হল জিন । সিসট্রন অনেকগুলি নিউক্লিওটাইড সমন্বয়ে গঠিত । 

রেকন কী 

DNA বা জিনের যে ক্ষুদ্রতম একক একটি ক্রসিংওভারের জন্য প্রয়োজন তাকে রেকন বলে । একটি রেকন দু-জোড়া নিউক্লিওটাইড দিয়ে তৈরি । 

মিউটন কী 

DNA বা জিনের যে ক্ষুদ্রতম এককে মিউটেশন হওয়া সম্ভব তাকে মিউটন বলে । একটি মিউটন একজোড়া নিউক্লিওটাইড দিয়ে তৈরি । 

জেনোম কী

কোনো জীবের পিতা অথবা মাতা থেকে আগত একটি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সমষ্টিকে জেনোম বলে ।

error: Content is protected !!