DNA ও RNA এর পার্থক্য
DNA ও RNA এর পার্থক্য
DNA ও RNA এর মধ্যে পার্থক্যগুলি হলㅡ
DNA :
( i ) DNA দুইটি তন্তু দ্বারা গঠিত অর্থাৎ দ্বিতন্ত্রী ।
( ii ) DNA এর দুটো তন্তু পরস্পর সর্পিলাকারে বিন্যস্ত ।
( iii ) কোশের নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে DNA অধিক পরিমাণে থাকে ।
( iv ) DNA তে উপস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা ডি-অক্সিরাইবোজ ।
( v ) DNA তে উপস্থিত চারটি নাইট্রোজেন যুক্ত বেসগুলি হল অ্যাডেনিন , গুয়ানিন , সাইটোসিন এবং থিয়ামিন ।
( vi ) DNA দ্বিতন্ত্রী হওয়ায় পিউরিন এবং পিরিমিডিন বেসগুলির পরিমাণ সর্বদা একই থাকে ।
( vii ) DNA বংশগতির বৈশিষ্ট্য ধারণ এবং বহন করে ।
RNA :
( i ) RNA একটি তন্তু দ্বারা গঠিত অর্থাৎ একতন্ত্রী ।
( ii ) RNA এর একটি তন্তু সাধারণত রেখাকারে বিন্যস্ত থাকে তবে বিশেষ ক্ষেত্রে কখনো কখনো সর্পিলাকারেও বিন্যস্ত হয় ।
( iii ) কোশের সাইটোপ্লাজমে RNA অধিক পরিমাণে থাকে ।
( iv ) RNA তে উপস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা রাইবোজ ।
( v ) RNA তে উপস্থিত চারটি নাইট্রোজেন যুক্ত বেসগুলি হল অ্যাডেনিন , গুয়ানিন , সাইটোসিন , ইউরাসিল ।
( vi ) RNA একতন্ত্রী হওয়ায় পিউরিন এবং পিরিমিডিন বেসগুলির পরিমাণ সাধারণত এক হয় না ।
( vii ) RNA বংশগতির বৈশিষ্ট্য ধারণ বা বহন করে না ।