জীবন বিজ্ঞান

আরএনএ কাকে বলে

আরএনএ কাকে বলে 

সজীব কোশে উপস্থিত রাইবোজ শর্করা যুক্ত একতন্ত্রী যে নিউক্লিক অ্যাসিড প্রধানত প্রোটিন সংশ্লেষে সহায়তা করে , তাকে আরএনএ বা RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে । 

RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিডের রাসায়নিক উপাদান : 

( 1 ) পাঁচ কার্বনযুক্ত রাইবোজ শর্করা ( 2 ) ফসফরিক অ্যাসিড ( 3 ) দুপ্রকার নাইট্রোজেন যুক্ত বেস বা ক্ষার— ( I ) পিরিমিডিন— RNA তন্তুতে দুপ্রকার পিরিমিডিন থাকে— ( i ) সাইটোসিন এবং ( i ) ইউরাসিল ( II ) পিউরিন— RNA তন্তুতে দুপ্রকার পিউরিন থাকে । ( i ) অ্যাডিনিন ( ii ) গুয়ানিন ।

আরএনএ এর গঠন

এক অণু রাইবোজ শর্করার সঙ্গে এক অণু পিউরিন বা পিরামিডিন রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে গঠন করে রাইবোনিউক্লিওসাইড । দুই প্রকার পিউরিন ( অ্যাডেনিন এবং গুয়ানিন ) এবং দুই প্রকার পিরিমিডিন ( সাইটোসিন এবং ইউরাসিল ) RNA- তে উপস্থিত থাকায় চার প্রকার রাইবো নিউক্লিওসাইড গঠিত হয় , যথা— ( i ) অ্যাডিনোসিন ( ii ) গুয়ানোসিন ( iii ) সাইটিডিন ( iv ) ইউরাডিন ।  

একটি রাইবো নিউক্লিওসাইড এক অণু ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে রাইবো নিউক্লিওটাইড গঠন করে । চারপ্রকার রাইবো নিউক্লিওসাইড গঠিত হয়— ( i ) অ্যাডেনাইলিক অ্যাসিড ( AMP ) ( ii ) গুয়ানাইলিক অ্যাসিড ( GMP ) ( iii ) সাইটিডাইলিক অ্যাসিড ( CMP ) ( iv ) ইউরিডাইলিক অ্যাসিড ( UMP ) । অনেকগুলি রাইবো নিউক্লিওটাইড পরস্পর বিভিন্নক্রমে যুক্ত হয়ে একটি RNA তন্তু গঠন করে ।

error: Content is protected !!