জীবন বিজ্ঞান

ইউক্যারিওটিক কোষ কাকে বলে

ইউক্যারিওটিক কোষ কাকে বলে

IMG ২০২১০৭২৪ ১০৩৩৪০1

গ্রীক শব্দ Eu এর অর্থ উন্নত বা সুগঠিত । অর্থাৎ যেসব কোশের নিউক্লিয়াস নিউক্লিয় আবরণী বেষ্টিত ও সুগঠিত ক্রোমােজোমযুক্ত এবং কোশের মধ্যে কোশপর্দা ঘেরা অঙ্গাণু থাকে তাকে বলে ইউক্যারিওটিক কোশ বা উন্নত কোশ । নীলাভ সবুজ শ্যাওলা ছাড়া সমস্ত উদ্ভিদ কোশ এবং সকল প্রকার প্রাণী কোশ ইউক্যারিওটিক কোশের উদাহরণ । 

ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য

1. এই কোশগুলি আকারে বড়াে । 

2. এই কোশের নিউক্লিয়াসটি নিউক্লিয় আবরণী দ্বারা আবৃত । 

3. নিউক্লিয়াসে সুগঠিত নিউক্লিয় জালিকা বা ক্রোমােজোম থাকে । 

4. কোশে মাইটোকনড্রিয়া , গলগি বস্তু , এন্ডােপ্লাজমীয় জালিকা প্রভৃতি পর্দাবৃত কোশ অঙ্গাণু এবং বেশী আনবিক গুরুত্বের রাইবােজোম ( 80S ) থাকে । 

5. এই কোশের বাইরে কখনই স্লাইম স্তর বা ক্যাপসুলের আবরণী থাকে না ।

error: Content is protected !!