জীবন বিজ্ঞান

প্রোক্যারিওটিক কোষ কাকে বলে

প্রোক্যারিওটিক কোষ কাকে বলে

IMG ২০২১০৭২৩ ১০৩৭৪৯1 1
প্রোক্যারিওটিক কোষ কাকে বলে

গ্রীক শব্দ Pro -এর বাংলা অর্থ আদি এবং Karyon -এর অর্থ নিউক্লিয়াস । যে সমস্ত কোশে সংগঠিত নিউক্লিয়াস থাকে না , নিউক্লিয়াস আবরণ বেষ্টিত নয় এবং কোশের মধ্যে কোনাে পর্দাবৃত অঙ্গাণু নেই , তাদের প্রােক্যারিওটিক কোশ বা আদি কোশ বলে । বিভিন্ন ধরনের ব্যাকটিরিয়া ও নীলাভ সবুজ শ্যাওলার দেহ প্রােক্যারিওটিক কোশ দ্বারা গঠিত । 

প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য

1. এই কোশ আয়তনে ছােটো হয় ( ব্যাস 0.1 মাইক্রন থেকে 2.5 মাইক্রন পর্যন্ত ) । 

2. এই সব কোশ কোশপ্রাচীর ও কোশপর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দা দ্বারা আবৃত থাকে । অনেক সময় কোশপ্রাচীরের বাইরে স্লাইম স্তর বা ক্যাপসুল বলে একটি আবরণ থাকে । 

3. সরল প্রকৃতির এই ধরনের কোশে — নিউক্লিয়াসের আবরণী , নিউক্লিয় জালিকা , নিউক্লিয়লাস ইত্যাদি কিছুই থাকে না । নিউক্লিয় বস্তু বলতে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে । 

4. কোশে মাইটোকনড্রিয়া , গলগিবস্তু ইত্যাদি কোনাে পর্দা ঘেরা কোশ অঙ্গাণু থাকে না । 

5. রাইবােজোম নামক পর্দাবিহীন অঙ্গাণু থাকলেও সেগুলি ছােটো আকারের , 70S প্রকৃতির ( উন্নত কোশে 80S ) । 

error: Content is protected !!