জীবন বিজ্ঞান

কোশবাদ বলতে কী বোঝ

কোশবাদ বলতে কী বোঝ

বিভিন্ন উদ্ভিদের দেহাংশ পর্যবেক্ষণ করে , 1838 সালে জার্মান বিজ্ঞানী শ্লেইডেন  সিদ্ধান্তে আসেন যে , প্রতিটি উদ্ভিদদেহ কোশ দিয়ে গঠিত । সমসাময়িক জার্মান প্রাণীবিদ থিওভাের সােয়ান ঘােষণা করেন প্রাণীর দেহ গঠনের মূল একক কোশ । 

সােয়ান আরও দেখান কোশপ্রাচীরের উপস্থিতি ছাড়া উদ্ভিদ ও প্রাণীকোশে তেমন কোন পার্থক্য নেই । তাদের বক্তব্যের মধ্য দিয়ে স্বীকৃত হয় যে , পৃথিবীর সকল জীবদেহ কোশ দিয়ে গঠিত । কিন্তু কোশ কোথা থেকে আসে সেটা মানুষের কাছে তখনও অজানা ছিল । 1885 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রুডলফ ভারচউ কোশের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা দেন । তিনি দেখান যে পুরাতন কোশ বিভাজিত হয়েই নতুন কোশের সৃষ্টি হয় এই সব তত্ত্বের ভিত্তিতে তৈরি স্লেইডেন ও সােয়ানের বক্তব্যের পরিমার্জিত রূপই আজ কোশবাদ ( Cell theory ) হিসাবে খ্যাত । তাদের মতে 一

( 1 ) সব জীবদেহ এক বা একাধিক কোশ এবং কোশ থেকে উৎপন্ন বস্তু নিয়ে গঠিত । 

( 2 ) প্রতিটি কোশ পূর্ববর্তী কোশ থেকেই উৎপন্ন হয় । 

( 3 ) প্রতিটি কোশ এককভাবে সকল প্রকার জৈবিক কাজ করতে সক্ষম এবং জীবের সকলপ্রকার জীবজ ক্রিয়া তার কোশের দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

error: Content is protected !!