জীবন বিজ্ঞান

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য গুলি হলㅡ

উদ্ভিদ কোষ :

( i ) এই কোশে সেলুলােজ নির্মিত পুরু , মৃত ও ভেদ্য কোশপ্রাচীর উপস্থিত । 

( ii ) সাইটোপ্লাজমে ক্লোরােপ্লাস্টিড উপস্থিত ( ব্যতিক্রম – ছত্রাক ) । 

( iii ) সেন্ট্রোজোম থাকে না ( ব্যতিক্রম ) ক্ল্যামাইডােমােনাস ) । 

( iv ) লাইসােজোম সাধারণত থাকে না । 

( v ) সাইটোপ্লাজমে একটি কিংবা দুটি বড় আকারের ভ্যাকুওল থাকে ।

প্রাণী কোষ :

( i ) এই কোশে কোশ প্রাচীর অনুপস্থিত ।

( ii ) প্লাস্টিড প্রাণীকোশে থাকে না ( ব্যতিক্রম ইউগ্লিনা , ক্রাইস্যামিবা ) 

( iii ) সেন্ট্রোজোম থাকে ।

( iv ) লাইসােজোম থাকে । 

( v ) সাইটোপ্লাজমে অনেকগুলি খুব ছােটো ভ্যাকুওল থাকে ।

error: Content is protected !!