জীবন বিজ্ঞান

প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য

প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য

প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্যগুলি হল一

প্রোক্যারিওটিক কোষ :

( i ) কোশের অঙ্গসংস্থান অনুন্নত এবং সরল ।

( ii ) কোশে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা , নিউক্লিওলাস থাকেনা , শুধুমাত্র DNA দ্বারা গঠিত নিউক্লীয় বস্তু থাকে । 

( iii ) রাইবােজোমের আয়তন অপেক্ষাকৃত কম , 70S ( 50S + 30S ) প্রকৃতির । 

( iv ) পর্দাবৃত কোশীয় অঙ্গাণু যথা – মাইটোকন্ড্রিয়া , গলগী বডি , এন্ডোপ্লাজমিক জালিকা , সেন্ট্রোজোম , প্লাস্টিড প্রভৃতি থাকে না ।

( v ) এই প্রকার কোশে ক্রোমােজোম গঠিত হয় না ।

( vi ) অ্যামাইটোসিস পদ্ধতিতে কোশ বিভাজিত হয় ।

( vii ) উদাহরণ – ব্যাকটেরিয়া , নীলাভ সবুজ শৈবাল ।

ইউক্যারিওটিক কোষ :

( i ) কোশের অঙ্গসংস্থান উন্নত এবং জটিল প্রকৃতির । 

( ii ) কোশে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে অর্থাৎ নিউক্লীয় পর্দা , নিউক্লীয়জালিকা , নিউক্লিওলাস ও নিউক্লিওপ্লাজম দ্বারা গঠিত আদর্শ নিউক্লিয়াস উপস্থিত । 

( iii ) রাইবােজোমের আয়তন অপেক্ষাকৃত বেশি 80S ( 60S + 40S ) প্রকৃতির ।

( iv ) সাইটোপ্লাজমে পর্দাবৃত কোশীয় অঙ্গাণু যথা মাইটোকন্ড্রিয়া , গলগী বডি , এন্ডোপ্লাজমিক জালিকা , সেন্ট্রোজোম , প্লাস্টিড প্রভৃতি থাকে ।

( v ) এই প্রকার কোশে ক্রোমােজোম গঠিত হয় এবং ক্রোমােজোমে হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রােটিন থাকে ।

( vi ) প্রধানত মাইটোসিস এবং মায়ােসিস পদ্ধতিতে কোশ বিভাজিত হয় তবে কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোশ বিভাজিত হয় ।

( vii ) উদাহরণ – উন্নত উদ্ভিদ ও প্রাণী কোশ ।

error: Content is protected !!